কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬
দুর্ঘটনাকবলিত অটোরিকশার ছড়িয়ে ছিটিয়ে পড়া যন্ত্রাংশ। ছবি-সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ | ১৪:৪৫
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বাকশিমূল গ্রামের অটোরিকশা যাত্রী রফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হোসেনে আরা এবং অটোরিকশা চালক অটোচালক সাজু।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সমকালকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় কালিকাপুর এলাকার গেটম্যান বিহীন রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হবার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন।
ওসি জানান, ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।