ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আ’লীগ নেতার বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪

১২ হাতবোমা উদ্ধার

আ’লীগ নেতার বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ২১:০৭

আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল (হাতবোমা) থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের ওই বাড়ি থেকে ১২টি ককটেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরদিন সকালে নতুন করে আরও বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। এতে চারজন আহত হন। তাদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

শুক্রবার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার অলিল হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা অলিল ও খলিল হাওলাদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝে-মধ্যে দু’পক্ষের অনুসারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে। এ কারণে হাতবোমা বানিয়ে রাখতেন অলিল। 

নতুন করে ককটেল বানানোর সময় আহতরা হলেন– স্থানীয় গনি বেপারির ছেলে আমিন বেপারি, রাজ্জাক হাওলাদারের ছেলে লিপু হাওলাদার, মজিবর বেপারির ছেলে মস্তফা বেপারি ও রহিম হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার। তাদের বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন বলে দাবি করেছে তাদের স্বজন। 

খলিল হাওলাদার বলেন, ‘আমার ওপর হামলা চালানোর জন্যই বোমা তৈরি করে রাখেন অলিল। তবে কোনো ক্ষতি করার আগেই পুলিশ ১২টি বোমা উদ্ধার করেছে।’

অভিযুক্ত অলিল বিস্ফোরণের পরই গা-ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও।
ককটেল উদ্ধারের তথ্য নিশ্চিত করে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সিলিন্ডার বিস্ফোরণে কথা বলা হলেও সংশ্লিষ্ট সিলিন্ডারটি অক্ষত আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

আরও পড়ুন

×