ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতাকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসীরা

বিএনপি নেতাকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসীরা

আমিন মোল্লা

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ০১:১১

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিন মোল্লাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা সদর থানা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে আমিন মোল্লাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে যান। এছাড়া খুলনা মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান।

whatsapp follow image

আরও পড়ুন

×