ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে জোড় ইজতেমায় ১ মুসল্লির মৃত্যু

টঙ্গীতে জোড় ইজতেমায় ১ মুসল্লির মৃত্যু

ছবি: ফাইল

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৩:১৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৫:৫৯

গাজীপুরের টঙ্গীর জোড় ইজতেমায় আব্দুল হা‌কিম আকন্দ (৭২) না‌মের এক মুসল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ শনিবার প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তি‌নি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হা‌মিদ মাতব্বরের ছে‌লে।

জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বী রয়েছেন। তারা হলেন- ইয়ামেনি-২৭, নরওয়ে-১, পাকিস্তান -৬১, সৌদি আরব- ১৪, সিরিয়া-১, অস্ট্রেলিয়া-১৩, ইংল্যান্ড-৯, কিরিগিজস্থান-১৭, সিয়েরালিওন-২, জার্মানি-২, জাপান-২, আমেরিকা-২, ইতালি-৫, কানাডা-৩, আফগানিস্তান- ৭, ইন্ডিয়া-৮৯, চায়না-১ ও দুবাই-১জন।

আজ সকাল ১০টা পর্যন্ত মোট বিদেশি- ২৫৭ জন মেহমান উপস্থিত আছেন। বর্তমানে মজমায় উপস্থিত রয়েছেন প্রায় দুই লাখ মানুষ। তারা সবাই তাবলীগের তিনবার চিল্লা দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেন প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি। আজ শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর- ছয় ছিফাতের উপর বয়ান করেন- মওলানা জিয়াউল হক রাইব্যান্ড, পাকিস্তান।  সকাল ১০ টার পর থেকে চলে কারগুজারীর আমল। বাদ আছর বয়ান করবেন মওলানা ফারুক, বাদ মাগরিব আমবয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা (দা. বা.)।

whatsapp follow image

আরও পড়ুন

×