ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মা ব্যস্ত বাড়ির কাজে, ছোট্ট আব্দুল্লাহর মরদেহ ভাসছিল পুকুরে

মা ব্যস্ত বাড়ির কাজে, ছোট্ট আব্দুল্লাহর মরদেহ ভাসছিল পুকুরে

প্রতীকী ছবি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৭:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ২১:৫৮

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে পড়ে আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ গ্রামের ওমর ফারুকের ছেলে।

পুলিশ জানায়, সকালে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা ও অন্যরা। সেই ফাঁকে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির ফুফু রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, 'পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।'

whatsapp follow image

আরও পড়ুন

×