ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

গ্রাম পুলিশকে মারধর, তিন নেতার পদ স্থগিত বিএনপির

গ্রাম পুলিশকে মারধর, তিন নেতার পদ স্থগিত বিএনপির

বিএনপি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৮:২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল গণি আকন্দকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় ইউনিয়ন বিএনপির তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান।

শুক্রবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস ছালাম মিয়া। মারধরে আহত আবদুল গণি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনবিরোধী কার্যকলাপের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হলো। পরে বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শাহ শওকত আলী মানিকের স্ত্রী বৃহস্পতিবার কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সনদ নিতে যান। তবে সার্ভার জটিলতার কারণে সনদ পেতে বিলম্ব হলে তিনি ফিরে যান। কিছু সময় পর তাঁর অনুসারীরা ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রাম পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ সময় গ্রাম পুলিশ আবদুল গণি আকন্দকে মারধর করেন তারা। এতে তাঁর নাক ফেটে যায়। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর নাকে একাধিক সেলাই দেওয়া হয়েছে বলে জানান কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।

দলীয় পদ স্থগিত হওয়া তিন নেতার মধ্যে শহিদুল ইসলাম সোনা ও সাইফুল ইসলাম জাহাঙ্গীর উপজেলা পর্যায়ের নেতাদের কাছে পুরো ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, তদন্তে তারা দোষী প্রমাণিত হলে যে ব্যবস্থা নেবে, তা মেনে নেবেন। ইউনিয়ন পরিষদের ঘটনায় তাদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×