ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে ‘হা হা রিয়েক্ট’ দেওয়া নিয়ে ছুরিকাঘাত, আহত ৫

ফেসবুকে ‘হা হা রিয়েক্ট’ দেওয়া নিয়ে ছুরিকাঘাত, আহত ৫

ছুরিকাঘাতে আহত এক কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৮:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৯:২৩

ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিঅ্যাক্ট নিয়ে দ্বন্দ্বের জেরে ফেনীতে হামলায় পাঁচ কিশোর-তরুণ আহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত আজাহার হোসেন নিলয় (১৭) নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, একই গ্রামের অমিত হাসানের এক ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিঅ্যাক্ট দিয়েছিল নিলয়। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে তাকে পেয়ে বিষয়টি জানতে চায় অমিত। এ সময় তার সঙ্গে আরও ৬-৭ জন ছিল। এ সময় নিলয়ের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে নিলয় পকেট থেকে টিপছোরা বের করে এলোপাতারি আঘাত শুরু করে। এতে ছয়জন আহত হয়।
 
আহতদের মধ্যে রিজন (১৭) ও তানবীর (১৮) নামের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা হলো– মো. অমিত হাসান ভুঞা (১৮), জিসান (১৭) ও শরীফুল ইসলাম (১৭)। তারা সবাই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। পুলিশের হাতে আটক আজাহার হোসেন নিলয় ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একজনকে এলাকাবাসী তাদের হাতে তুলে দেয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×