ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 

যশোর কমিটি থেকে আরেকজনের পদত্যাগ

যশোর কমিটি থেকে আরেকজনের পদত্যাগ

সজীব হোসেন

যশোর অফিস

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২১:৫৬

কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে– এমন অভিযোগে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সজীব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২৬ নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা কমিটি প্রকাশ করা হয়। এতে রাশেদ খানকে আহ্বায়ক, জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১১২ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরদিন নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।

পদত্যাগপত্রে সজীব লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের কমিটিতে চরম বৈষম্যের স্বীকার হয়েছেন ছাত্রজনতা। আমরাই ছাত্রলীগকে পূর্নবাসন করছি, যা জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের রক্তের সঙ্গে বেইমানির সামিল। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সজীব বলেন, যারা এ শহরে সরাসরি ছাত্রলীগের সভা-সমাবেশে যোগ দিয়েছে, তাদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে। বিপ্লবের সঙ্গে সরাসরি নেতৃত্ব দেওয়া ছাত্রদের কমিটিতে রাখা হয়নি। 

whatsapp follow image

আরও পড়ুন

×