ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগের মিছিলের খবরে থানায় বিক্ষোভ ছাত্রদলের, মারধর

ছাত্রলীগের মিছিলের খবরে থানায় বিক্ষোভ ছাত্রদলের, মারধর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে শনিবার পটুয়াখালী সদর থানার সামনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমকাল

 পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২৩:২৯

পটুয়াখালী সদরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর বিক্ষোভ মিছিল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে শহরের সদর রোড এলাকায় তারা ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রশিবিরের নেতাকর্মী প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীর শহরে একটি ঝটিকা মিছিল করার কথা শুনেছি। সিসিটিভির একটি ফুটেজও পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে একদল যুবককে মিছিল করতে দেখা গেছে। মিছিলটি প্রেস ক্লাবের সামনে শেষ হয়। জানা যায়, প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে তাঁর ছবি ও ব্যানারে আগুন দেওয়া হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন বলেন, জেলা যুবলীগের প্রয়াত সভাপতি আহসান হাবিব খানের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ–ত্রাণবিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত খানের নেতৃত্বে মিছিল হয়। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান ও ড. ইউনূসের ছবিতে আগুন দিয়েছে। এর প্রতিবাদে আমরা শহরে বিক্ষোভ এবং ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান নিই। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে সবাই সরে যাই। তবে এ বিষয়ে আদনান হাবিব খানের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
জানা যায়, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সরকারি কলেজের সামনে থেকে মিছিল নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন। পরে তারা ছাত্রলীগ নেতাকর্মীকে খুঁজতে অলিগলিতে তল্লাশি চালান। এক পর্যায়ে শহরের চরপাড়া এলাকায় জেলা যুবলীগের প্রয়াত সভাপতি আহসান হাবিব খানেরসহ কয়েকটি বাসায় হামলা চালান। করিম মৃধা কলেজ এলাকায় প্রান্ত কর্মকার (২৩) নামে এক যুবককে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
এদিকে গতকাল বিকেলে শহরে প্রতিবাদ মিছিল করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীও। ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে উদ্বেগ জানিয়ে সংগঠনটির নেতারা অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তারের 
দাবি জানান।

whatsapp follow image

আরও পড়ুন

×