কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি, গ্রেপ্তার তিনজন
প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০০:০২
মানিকগঞ্জে পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে আসা তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা পুলিশ লাইন্স থেকে তাদের আটক করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ নভেম্বর কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুক্রবার মানিকগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আসা তিন প্রার্থীকে জিজ্ঞাসাবাদের সময় তাদের উত্তর বোর্ড সদস্যদের কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। পরে তাদের নিবিড় পর্যবেক্ষণ ও জিজ্ঞাসাবাদ করেন বোর্ড সদস্যরা। একপর্যায়ে তারা স্বীকার করেন, তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ (প্রক্সি) দিয়েছে।
তারা হলেন- জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান (১৯), রোল নং-৪৯১০৪৬৩; মতিন খানের ছেলে মো. ইসমাইল খান (১৮), রোল নং-৪৯১০৭৫২ ও নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), রোল নং-৪৯১০৭৭৪।
পুলিশের কাছে ওই প্রার্থীরা জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য শামীম ও ইসমাইলের কাছ থেকে ১০ হাজার টাকা এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে একটি চক্র। চাকরি পাওয়ার পর তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে দিতে হতো।
সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পক্ষে উপপুলিশ পরিদর্শক (এসআই) লিটন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে গ্রেপ্তার দেখিয়ে ওই তিন তরুণকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।