ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বাসচাপায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে আগুন

বাসচাপায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে আগুন

গাজীপুরে বাসে আগুন দেন ক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০০:৪৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ০২:৩২

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় বাসচাপায় পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। পরে বাস ভাঙচুরসহ ৪টিতে আগুন দেওয়া হয়। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না মিয়া। তিনি অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানায় কাজ করতেন।

শ্রমিকরা জানান, কারখানা ছুটির পর রাস্তা পারাপারের সময় দ্রুত গতির আজমেরি পরিবহনের একটি বাস মুন্নাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

মুন্নার মৃত্যুর খবরে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড-এর ক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় সড়ক অবরোধ করে আজমেরিসহ ৪টি গাড়িতে আগুন দেয়। এছাড়াও একাধিক গাড়ি ভাঙচুর করে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি দল ঘটনাস্থলে যায়। এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছিলেন।

whatsapp follow image

আরও পড়ুন

×