ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

যারা দেশকে ভালোবাসে তারা পালায় না: জামায়াত আমির

যারা দেশকে ভালোবাসে তারা পালায় না: জামায়াত আমির

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০২:৩১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনও দেশ থেকে পালায় না। আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত ১৫ বছরে চরম নির্যাতন, নিপীড়ন সহ্য করে, শত শত নেতাকর্মীকে হারিয়েও মাটি আঁকড়ে পড়ে ছিলাম। 

শনিবার দুপুর ৩টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জায়ামাত আমির বলেন, নারীরা রাসুলের সময় থেকে পুরুষদের পাশে থেকে কাজ করেছেন, যুদ্ধ করেছেন। জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার নিশ্চিত করা হবে। বিনির্মাণ করা হবে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে। কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষিত দুর্নীতিবাজ তৈরি হবে না।  

বিগত ফ্যাসিবাদের আমলের গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত নেতাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। বাংলার জনগণ এসব হত্যাকাণ্ডের বিচার করবে। 

তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। তারাই দেশের অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারবে। দেশের বেকারত্ব দূর করা হবে। 

জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক প্রমুখ। দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরার কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।  

whatsapp follow image

আরও পড়ুন

×