ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ইসকনের ৫৪ ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল বন্দর কর্তৃপক্ষ

ইসকনের ৫৪ ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল বন্দর কর্তৃপক্ষ

বেনাপোল বন্দরে ইসকনভক্তরা। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০২:৪০

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৫৪ ভক্তকে ভারতে যেতে দেয়নি বন্দর কর্তৃপক্ষ। শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে ইসকনভক্তরা ভারতে যেতে বেনাপোলে বন্দরে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। 

তবে ভারত যেতে বেনাপোলে আসা এক ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।

whatsapp follow image

আরও পড়ুন

×