ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চোখের আলো ফিরে পাচ্ছেন ৩০ রোগী

চোখের আলো ফিরে পাচ্ছেন ৩০ রোগী

বিশ্বনাথ সদর ইউনিয়নে চক্ষু ক্যাম্পে উপস্থিত চিকিৎসা প্রত্যাশীর একাংশ সমকাল

 বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২২:২১

সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সহায়তায় চোখের আলো ফিরে পাচ্ছেন ৩০ জন দরিদ্র চক্ষু রোগী। তাদের সবার অপারেশনের মাধ্যমে চোখের ছানি দূর করা হবে।
রোববার উত্তর ধর্মদা গ্রামের নিজ বাড়িতে বিনামূল্যে চক্ষুশিবিরের মাধ্যমে বাছাই করে তাদের বিনা খরচে চোখের ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার অপারেশন শেষে দুপুর ১২টায় আবারও চক্ষুশিবিরের স্থানে তাদের আনা হবে।
রোববার সকালে চেয়ারম্যান দয়ালের বাড়িতে চক্ষু সেবা পান উপজেলার দুই শতাধিক হতদরিদ্র রোগী। তাদের মধ্য থেকে ৩০ জনকে চোখের ছানি অপারেশন ও ১০০ জনকে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। আনজুমানে তালামিযে ইসলামিয়া রশিদপুর আঞ্চলিক শাখার একটি দল ওই আই ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয়।
ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে, মুনদাতা এইড ইউকের অর্থায়নে ও অ্যাসোসিয়েশন ফর ম্যাশ অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান) এবং চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সহযোগিতায় দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
রোববার সকাল ১০টায় আই ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহাদ মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মনির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালিক হান্নান প্রমুখ।

আরও পড়ুন

×