সাংবাদিক মাহবুব উল আলম মারা গেছেন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:৪৯
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার দুপুরে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম জানাজা হবে।
চট্টগ্রামের পুরোনো পত্রিকা দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেন মাহবুব উল আলম। তাঁর বেশকিছু বইও প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।