ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

পার্বত্য শান্তিচুক্তির ২৭ বছর

পাহাড়ে গণসমাবেশে ক্ষোভ আক্ষেপ, বৈষম্য দূর করার আহ্বান

পাহাড়ে গণসমাবেশে ক্ষোভ আক্ষেপ, বৈষম্য দূর করার আহ্বান

ছবি: সমকাল

রাঙামাটি অফিস ও বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৭:০৮

গণসমাবেশ, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি ও বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৭ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। উভয় জেলার গণসমাবেশে বক্তারা পাহাড়ে বৈষম্য দূর করে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান। 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে গতকাল রাঙামাটি জেলা জিমনেশিয়াম প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক এমপি ঊষাতন তালুকদার। জনসংহতি সমিতির সহসাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, সহসাধারণ সম্পাদক, আশিকা চাকমা, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তি চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোমেন চাকমা। এর আগে বিভিন্ন উপজেলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লোকজন সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার যদি পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে, তাহলে জনসংহতি সমিতি বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিতে বাধ্য হবে। 

একই দিন রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় প্রাঙ্গণেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক পরিষদ সদস্য সাথোয়াই প্রু মারমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা। আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা।

এদিন বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের রাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। পার্বত্য চট্টগ্রাম ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সুমন মারমার সভাপতিত্বে ও উবাচিং মারমার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা ও  মেঞোচিং মারমা, রাবি শিক্ষক অধ্যাপক সালিম রেজা নিউটন, মং নু হেডম্যান, জেলা হিল উইমেনস ফেডারেশনের সভাপতি উমেচিং মারমা, উশৈ হ্লা মারমা প্রমুখ।

এ ছাড়া দিনটি উপলক্ষে সকালে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পায়রা উড়িয়ে, কেক কেটে ও আলোচনা সভা করে দিবসটি উদযাপন করা হয়।

আরও পড়ুন

×