সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মাদকসহ গ্রেপ্তার
বিএনপি নেতা বাবু শেখ। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:২৪
ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা বাবু শেখকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাবু জেলা শহরের মাহমুদপুর মহল্লার বাসিন্দা। তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম আজ বুধবার বলেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর ওসি মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপির নেতা বাবুকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে হেরোইন জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশও ছিল।