ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াত

কুমিল্লায় কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াত

ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৪

আগামী ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৮টায় কুমিল্লা টাউন হল ময়দানে দীর্ঘ ১৯ বছর পর জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন আয়োজন করতে চলেছে। 

বুধবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। 

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাড. মু. শাহজাহান, উত্তর জেলা আমীর আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ। এছাড়া সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এবং  প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা মওলানা এটিএম মাছুম, মওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাড. জসিম উদ্দিন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাড. মু. শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।

এর আগে সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা টাউন হল ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলন হয়েছিল। 
 

আরও পড়ুন

×