ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

কালীগঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘সমকাল টিম’

কালীগঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘সমকাল টিম’

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি। ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৮

ঝিনাইদহের কালীগঞ্জ ভলিবল টুর্নামেন্টে ‘দৈনিক সমকাল ভলিবল দল’ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে সমকাল ভলিবল দল ২-১ সেটের ব্যবধানে ‘ফোর জি ফ্যাশন’ ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে চার দলের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাতে রানওয়ে ভলিবল দলকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সমকাল ভলিবল দল। এরপর বিকালে ফাইনাল ম্যাচে ‘ফোর জি ফ্যাশন’ ভলিবল দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমকাল দল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, আসাদুজ্জামান মুকুল, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, সমকালের সাংবাদিক জামির হোসেন, কামরুজ্জামান রাজু, গোলাম সাকলাইন মুরাদ, তোতা ও নুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

×