পাখির জন্য ভালো বাসা
ছবি: সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৮
নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে পাখির সংখ্যা কমছে। তাই এদের জন্য নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা হচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
মঙ্গলবার থেকে আকবর আলী কলেজ চত্বরের থাকা গাছে মাটির হাঁড়ি বসানো শুরু হয়েছে। এরই মধ্যে ৫০টি হাঁড়ি গাছে বসানো হয়। বুধবারও চলবে তাদের এ কার্যক্রম। এ কাজে সমন্বয়ক মেহেদী হাসান, মাছুম আনাম, রিফাত হোসেন, রহিত, রাজিদুল, নাজমুলসহ কয়েকজন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সমন্বয়ক মেহেদী হাসান জানান, অবৈধভাবে পাখি হত্যা হচ্ছে। পাখির বসবাস অনিশ্চিত হয়ে পড়েছে; যা প্রকৃতির ভারসাম্য রক্ষার বড় অন্তরায়। তাই প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানের গাছগুলোতে পাখির অভয়ারণ্য তৈরির কাজ শুরু করেছি। আকবর আলী কলেজের পর এইচ.টি ইমাম ডিগ্রি কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ২০০ হাঁড়ি বসানোর সিদ্ধান্ত হয়েছে। একাজে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সহায়তা করছে। এ কর্মযজ্ঞ সফল করতে সবার সহযোগিতা চাই।
আকবর আলী কলেজের অধ্যক্ষ আলী আশরাফ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি বিশেষ ভূমিকা পালন করে। ছাত্রদের এ কাজে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ