বরিশালে ৮ দিনব্যাপী বইমেলা
বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে বুধবার বইমেলায় পছন্দের বই দেখছেন তরুণীরা। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০০:৫৯ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০১:০০
বরিশালে গতকাল বুধবার শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। নগরীর বেলস পার্কে এ মেলার আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিকেলে মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। মেলায় ৭৭টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। মোট স্টল ৮০টি।
বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মঞ্জুর মোরশেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মাসুদুর রহমান বিশ্বাস, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম প্রমুখ।