জামালপুরের দুই মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মুখ্য সচিব
ম্যাপ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:০৭
নাশকতা পরিকল্পনার অভিযোগে জামালপুরের দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব এমপি আবুল কালাম আজাদকে।
গতকাল বুধবার জামালপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন। পরে তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। আবুল কালাম আজাদ সাবেক প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
আইনজীবীরা জানান, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সহিংসতার মামলায় গত ৫ আগস্ট আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। জামালপুরের ওই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখাতে সম্প্রতি আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিলেন।
২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা এবং ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে জামালপুরে মামলা দুটি হয়। আসামি পক্ষের আইনজীবী আমান উল্লাহ আকাশ আদালতকে জানান, দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামি আবুল কালাম আজাদ জামালপুরেই ছিলেন না। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিছুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা যে কোনো স্থান থেকেই করা যায়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য জানা যাবে।
- বিষয় :
- জামালপুর