ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া যুবদলের সেই নেতাকে বহিষ্কার

যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া যুবদলের সেই নেতাকে বহিষ্কার

মামুন শিকদার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:১৩

গাজীপুরে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতা রাজু আহমেদকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা মামুন শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটির জেলা কমিটি।

গতকাল বুধবার রাতে গাজীপুর জেলা যুবদলের বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামুন শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার হয়েছে।

পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি রাজু আহমেদের সম্পৃক্ততা খুঁজে পাওয়ার পর গত শনিবার তাঁকে গ্রেপ্তার করে জয়দেবপুর পুলিশ। তবে থানায় নেওয়ার আগে পুলিশের গাড়ি থেকে তাঁকে ছিনিয়ে নেন মামুন শিকদার।

পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি রাজু আহমেদ পোশাক কারখানার শ্রমিকদের উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে একটি মামলার তদন্তে প্রমান পায় পুলিশ। শনিবার বিকেলে জয়দেবপুর থানা পুলিশ তাঁকে বাড়ির পাশের রাস্তা থেকে আটক করে গাড়িতে তুলে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে আশপাশের শতাধিক নারী-পুরুষ এসে গতিরোধ করে। এরই মধ্যে ঘটনাস্থলে আসেন যুবদল নেতা মামুন শিকদার। রাজুকে আটকের কারণ জানতে চেয়ে পুলিশকে তিনি শাসান। এর একপর্যায়ে গাড়ি থেকে রাজুকে ছিনিয়ে নেন তিনি।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ বলেন, ঘটনার সঙ্গে মামুন শিকদার সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

×