ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

টেকনাফে দুই কৃষককে অপহরণ গুলিবিদ্ধ ৩

টেকনাফে দুই কৃষককে অপহরণ গুলিবিদ্ধ ৩

ম্যাপ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩৭

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে দুই কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দল বেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), মো. সাকিব (১২) ও কায়সার উদ্দিন (২০) গুলিবিদ্ধ হন।

অপহরণের শিকার কৃষকরা হলেন কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)। 

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা সম্ভব নয়। পাহাড়ি এলাকায় অপহরণ রোধে যৌথ বাহিনীর টিম গঠন করে অভিযান পরিচালনা করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। স্থানীয় জনতা অপহরণের সঙ্গে জড়িত দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×