পঞ্চগড়ে তাপমাত্রা বাড়ছে
ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৯
উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, গতকালের তুলনায় ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন বুধবার এটি ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিন দেখা গেছে, সকালে তীব্র শীত অনুভূত হলেও সূর্যের সঙ্গে রোদের দেখা মিললেই কেটে যাচ্ছে ঘন কুয়াশা। ফলে কমতে থাকে শীতের অনুভূতি।
স্থানীয়রা বলছেন, দিনভর রোদের কারণে শীতের তেমন প্রভাব নেই। তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর ও কৃষি শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তেতুঁলিয়াসহ পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।