ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে

পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে

সকাল ১০টা পর্যন্ত জেলাজুড়ে কুয়াশা থোকে। আজ শুক্রবার তোলা ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১২:০৫

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। আজ সকাল ১০টা পর্যন্ত জেলাজুড়ে ছিল হালকা কুয়াশা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়।

শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০-এর মধ্যে উঠানামা করলেও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়। তবে বৃহস্পতিবার সকালেও হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। তবে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দেয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×