পঞ্চগড়ে তাপমাত্রা কমে বেড়েছে শীত
ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১২:৪২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৩
শীতের জেলা পঞ্চগড়ে কমেছে তাপমাত্রার পারদ, জেঁকে বসেছে শীত। গত তিনদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।
রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলা সদরের মালাদাম এলাকার আমিনুর রহমান বলেন, ‘সকালে ভ্যানে রোগী নিয়ে এসেছি। কুয়াশার জন্য ঠিকমতো দেখা যায় না। বাতাসের জন্য খুব ঠাণ্ডা লাগছে। আমাদের সকালেই বের হতে হয়। ঠাণ্ডার সময় আমাদের অনেক কষ্ট হয়।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।