ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

চসিকই পরিচালনা করবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: মেয়র ডা. শাহাদাত

চসিকই পরিচালনা করবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: মেয়র ডা. শাহাদাত

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার বিভাগের কমিটির সঙ্গে বিশেষ সাধারণ সভা। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ০৪:৪০

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অর্থে ও জমিতে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের অধীনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগের কমিটির সঙ্গে বিশেষ সাধারণ সভায় তিনি এ কথা জানান। টাইগারপাসে নগর ভবনে ওই সভায় চসিকের অধীনে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার প্রস্তাব সর্বসম্মতভাবে সমর্থন করেন কমিটির সদস্যরা।

সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের টাকায় এবং জমিতে প্রতিষ্ঠিত। তাই এটি চসিকের সম্পত্তি। চট্টগ্রামের জনগণের সম্পত্তি। তবে জালিয়াতির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছে। দখলমুক্ত করতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি চেয়ারম্যানকে জানিয়েছি। আইনজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়াতেই এটি চসিকের নিয়ন্ত্রণে ফিরবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো মেয়র বা প্রভাবশালী যেন এ বিশ্ববিদ্যালয় জবরদখল করতে না পারে সেই ব্যবস্থাও করা হবে। বিশ্ববিদ্যালয়টি চসিকের আওতাভুক্ত করে পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনসহ পাঁচজন পদত্যাগ করেন। সেই কথা উল্লেখ করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উপাচার্যসহ পাঁচজন পদত্যাগ করায় একটা শূন্যতা তৈরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সভা ডাকা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অং সুই প্রু মারমা, ডিসি (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, বিটিসিএলের মুখ্য মহাব্যবস্থাপক প্রদীপ দাশ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহম্মদ আশিফ ইমরোজ, সিনিয়র সহকারী কমিশনার জামিউল হিকমা, সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন

×