খুলনায় বিএনপি নেতা আমান
স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৮:০১ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৮:০১
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু অনৈক্যের সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে।
সোমবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা আমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে। জনগণের আকাংখা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে এবং জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। সেখানে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বলা হয়েছে। সে লক্ষ্যে সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।
সম্মেলনের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এতে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ।
- বিষয় :
- বিএনপি