ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাগরের বাবার ওপর হামলা 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাগরের বাবার ওপর হামলা 

ফাইল ছবি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২০:০৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের বাবা নুরুল হক হাওলাদারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নুরুল হক হাওলাদার আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের জাকারিয়া মিয়ার ছেলে জহিরুল মিয়া (১৯) নুরুল হক হাওলাদারের পকেটে হাত ঢুকিয়ে দেন। এ সময় নুরুল হক বাধা দিলে জহিরুল তাঁকে গালাগাল ও কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে নুরুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে নুরুল হক মঙ্গলবার সন্ধ্যায় জহিরুল মিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

আহত নুরুল হক হাওলাদার বলেন, জহিরুল মিয়া কিছুদিন ধরে তাঁকে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালিয়েছে। 

অভিযুক্ত জহিরুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা জাকারিয়া মিয়া বলেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আগৈলঝাড়া উপজেলা বাগধা গ্রামের সাগর হাওলাদার।

আরও পড়ুন

×