ইবিতে মানববন্ধন
এক যুগ আগে গুম, ২ শিক্ষার্থীর সন্ধান দাবি
ছবি: সমকাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২১:০৬
২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গুমের শিকার শিক্ষার্থীরা হলেন, ইবির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ্ এবং আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ্ ও আল মুকাদ্দাসকে ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট বাহিনী গুম করে। দীর্ঘ আন্দোলন করার পরও পতিত সরকার তাদের ফিরিয়ে দেয়নি। বিশ্ব মানবাধিকার দিবসে আমরা তাদের উদ্ধারের দাবিতে দাঁড়িয়েছি। যারা এ ধরনের মানবতাবিরোধী কাজ করেছে, তাদের চিন্তিত করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আয়োজনে সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক রহিম উল্লাহ, অধ্যাপক ইদ্রিস আলী ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা।
এর আগে গতকাল দুপুরে ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসসহ গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী এবং সব নাগরিকের সন্ধান দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের সঞ্চালনায় আহ্বায়ক সাহেদ আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট ও ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বক্তব্য দেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে ফেরার পথে আশুলিয়ার নবীনগর থেকে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি।