ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লার কর্মশালায় তারেক রহমান

বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের মানুষ

বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের মানুষ

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২৩:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ) পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল। দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপির কর্মী হিসেবে আসুন আমরা মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাই।’ 

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমার ভাইও ষড়যন্ত্রকারীর অত্যাচারে শহীদ হয়েছেন। আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে নির্যাতিত। বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনি আমার পরিবারের মতোই। 

তিনি বলেন, গত ১৫ বছরে পলাতক স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে। তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়টি আমরা দুই বছর আগেই প্রস্তাব করেছি। আমরা জানি, একটা সময় স্বৈরাচারের পতন হবে। সেই উপলব্ধি থেকেই আমরা রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রস্তুত করেছি। ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্রের প্রতিটি রন্দ্রে রন্ধ্রে সংস্কার করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বহু মানুষ জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম, খুন ও অত্যাচারের শিকার হয়েছেন। ৬০ লক্ষাধিক নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। এই দলটির কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে। আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদের প্রস্তুত করা।

এর আগে বেলা ১১টায় কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। তবে নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ছিলেন ডা. মওদুদ আলমগীর পাভেল, ড. মাহাদী আমিন, রেহানা আক্তার বানু, মনিরুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, আমিনুর রশীদ ইয়াছিন, নেওয়াজ হালিমা আরলি, আনিসুর রহমান তালুকদার খোকন, মো. মোস্তাক মিয়া, আব্দুর সাত্তার পাটোয়ারী, মাহবুবা হাবিব, উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, আক্তারুজ্জামান, এএফএম তারেক মুন্সি প্রমুখ।

এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা।


 

আরও পড়ুন

×