নাটোরের ভাষা সংগ্রামী ফজলুল হক মারা গেছেন
ভাষাসংগ্রামী ফজলুল হক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:৪৩
নাটোরের ভাষাসংগ্রামী ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নবম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমেছিলেন তিনি। নাটোরে যে ক’জন ভাষাসংগ্রামী ছিলেন, তাদের মধ্যে তিনি সবার শেষে মারা গেলেন।
ফজলুল হক (৮৫) স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। সিংড়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা ফজলুল হক জেলা বোর্ডের সেকশন অফিসার ছিলেন। ভাষা আন্দোলনে ভূমিকা রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও ২০১০ সালে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে তাঁকে সম্মাননা দেওয়া হয়।
- বিষয় :
- নাটোর