খুবির সহযোগী অধ্যাপক শেখ সাদীর মৃত্যু
মো. শেখ সাদী ভূঁঞা
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:৪৯
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ সাদী ভূঁঞা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। শেখ সাদী (৬০) স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
বাদ জোহর খুবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং বাদ আছর নগরীর ইকবালনগর বড় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। শেখ সাদী ভূঁঞার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন।
- বিষয় :
- খুলনা