গাইবান্ধায় তিনদিনেও দেখা মেলেনি সূর্যের
ছবি: সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১১:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১১:৫৮
ঘন কুয়াশা ও উত্তরের ঠান্ডা বাতাসে গাইবান্ধায় কনকনে শীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। তিনদিনেও সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।
বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা। ঘন কুয়াশায় সড়ক, মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে।
কৃষক জাহিদুল ইসলাম (৫০) বলেন, ঠান্ডা বাতাস ও তীব্র শীত উপেক্ষা করে আলু খেতের পরিচর্যা করতে হচ্ছে। আমরা গরিব মানুষ, শীতের কাপড় কেনার সামর্থ্য নাই। তাই ঠান্ডার মধ্যেও কাজ করতে হচ্ছে।
এদিকে, উত্তরের হিমেল হাওয়া ও শীতের তীব্রতা বাড়ায় জেলার নিম্ন আয়ের মানুষজন পুরাতন কাপড়ের বাজারে ভিড় করছেন। শহরের বিভিন্ন মার্কেট এলাকার পুরাতন কাপড়ের দোকানগুলোতে স্বল্প আয়ের মানুষের ভিড়। এতে করে বিক্রি বেড়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে।
পুরান কাপড় কিনতে আসা ভ্যান চালক মুহাম্মদ আলী (৬৫) বলেন, কঠিন ঠান্ডা পড়েছে। এতো ঠান্ডায় কাজ করতে পারি না। কনকনে শীতের কারণে সুয়েটার কেনার জন্য এসেছি। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না।
শহরের পুরাতন কাপড়ের ব্যবসায়ী লেবু শেখ (২৫) বলেন, গত ১ সপ্তাহ ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা বেড়েছে, দাম আগের মতোই আছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামী দুই থেকে তিনদিন কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। তার পর আবারও শীত বাড়তে পারে। উত্তরের ঠান্ডা বাতাসে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ৬ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য হ্রাসের কারণে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত অব্যাহত থাকতে পারে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
- বিষয় :
- শীতে জবুথবু
- কুয়াশা
- গাইবান্ধা