ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ২

লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ২

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১২:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৩:২৬

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালক মো. রুবেল ও যাত্রী আবুল কালাম (২১) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের এক লোকাল বাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাবউদ্দিনের ছেলে ও দুর্ঘটনা কবলিত আল মদীনা বাসের চালক ছিলেন। আর নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙমিস্ত্রি ছিলেন।

বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার। তিনি জানান, এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি যাত্রীবাহী বাস সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে বাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

জানা যায়, ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া বিস্ফোরণে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে রংমিস্ত্রি আবুল কালাম মারা যান।

এতে আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইমসহ (২৪) ৩ জন।

নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ আরও জানায়, স্থানীয় গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে ভোররাতে আল মদীনা নামে এক লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় চারিদিক ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন নিহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় প্রেরণ করা হয়। তবে অপর এক আহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

চিকিৎসক জানান, বিস্ফোরণে নিহতদের একজন মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছেন। বাস ড্রাইভারও এতে মারা গেছেন।

গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×