তেঁতুলিয়ার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৫
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীত ও কুয়াশা। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা।
বুধবার ভোর ৬টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সকাল ৯টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
তেঁতুলিয়া পুরাতন বাজারের ওটো চালক মুক্তা ও বাস চালক রহিম বলেন, দুদিন ধরে কুয়াশার কারনে অটো চালানো কষ্টকর হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে বেশিরভাগ সময় বাসায় বসে থাকি। এই ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, বুধবার তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।