ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

জয়পুরহাটে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি-সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৫:১৫

কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত তিনদিন থেকে বাতাসের সঙ্গে হাড় কাঁপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এই শীতে কষ্ট হলেও বাধ্য হয়ে জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। 

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বুধবার জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দুইদিন সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি ও ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। হালকা বৃষ্টি হতে পারে এবং শীত বাড়তে পারে।

সদর উপজেলার ধারকি গ্রামের ফজলুর রহমান বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কিন্তু আমাদের তো করার কিছু নেই। জীবিকার তাগিদে বের হতেই হবে।

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাস চালক আলাউদ্দিন আলী বলেন, গত তিনদিন ধরে ঘনকুয়াশায় সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। এ অবস্থায় যাত্রীও কম। এ অবস্থা চলতে থাকলে হয়তো বাস চলাচল বন্ধ রাখতে হবে।  

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুইদিনে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। কয়েক দিনে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

×