অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ০০:০৫
মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ছয় ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সঙ্গে ছয় ভাটায় ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এই নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া তিন ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে– বহুরিয়া গ্রামে আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, এইচইউবি ব্রিকস, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে সনি ব্রিকস ও বাইমাইল গ্রামে বিঅ্যান্ডবি ব্রিকসসহ ছয়টি ইটভাটা। একেকটি ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর আবাদি জমি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে সমকালে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। অবৈধ ইটভাটার বিষয়ে জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অভিযান চালায়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি প্রত্যেক ইটভাটা মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা করেন। অবৈধ ভাটাগুলোর একাংশ ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ওই ইটভাটাগুলোতে ইট তৈরি ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো আগেই পরিদর্শন করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় সুপারিশ পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ভাটাগুলোতে ইট তৈরি ও পোড়ানো বন্ধ ঘোষণা করেছেন তিনি।
- বিষয় :
- ইটভাটা