ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রাজসিক বিদায় পাঁচ শিক্ষক-কর্মচারীর

রাজসিক বিদায় পাঁচ শিক্ষক-কর্মচারীর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বিষ্ণুপুর জগন্নাথপুর মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক ও দুই কর্মচারীর রাজসিক বিদায় সংবর্ধনা সমকাল

কুমিল্লা ও দেবিদ্বার প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ০০:০৭

ফুলে ফুলে সজ্জিত গাড়ি। গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে মঞ্চ থেকে নেওয়া হয় গাড়িতে। এভাবেই দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বিষ্ণুপুর জগন্নাথপুর মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক ও দুই কর্মচারীর রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের এ সংবর্ধনা দেয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে রাখা ফুল সুসজ্জিত প্রাইভেটকারে তুলে দিয়ে করতালির মাধ্যমে বিদায় জানান শিক্ষার্থীরা। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে চোখের পানি ফেলেন তারা।
বিদায়ী শিক্ষকরা হলেন– তাজুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোখলেছুর রহমান। কর্মচারীরা হলেন– ময়নাল হোসেন ও আবু তাহের।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও মাজহারুল ইসলাম ৩০ বছর এবং শিক্ষক মোখলেছুর রহমান, বিদ্যালয়ের দুই কর্মচারী ময়নাল হোসেন ও আবু তাহের ৪১ বছর পর কর্মজীবনের ইতি টানলেন। তাই প্রিয় শিক্ষক-কর্মচারীদের বিদায় জানাত এমন আয়োজন করেন শিক্ষার্থীরা। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর। 

আরও পড়ুন

×