ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

সমালোচনার মুখে বিএনপির বিজয় উৎসবের কুপন বিতরণ স্থগিত

সমালোচনার মুখে বিএনপির বিজয় উৎসবের কুপন বিতরণ স্থগিত

ছবি-সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ০৮:২৩

সমকালে সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে খুলনায় বিজয় উৎসবের কুপন বিতরণ স্থগিত করেছে ফুলতলা উপজেলা বিএনপি। একই সঙ্গে বিতরণ করা কুপন ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতারা।

বৃহস্পতিবার ফুলতলা উপজেলা বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার।

আগামী ১৬ ডিসেম্বর ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি সফল করতে ‘বাংলাদেশ উৎসব কুপন-২০২৪’ নামের র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে উপজেলা বিএনপি। ৩০ টাকা মূল্যের ওই কুপন ছড়িয়ে দেওয়া হয় ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দৈনিক সমকালে ‘বিজয় উৎসবের খরচ জোগাতে গ্রামে গ্রামে বিএনপির কুপন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এ নিয়ে দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন উপজেলা বিএনপি নেতারা। বিষয়টি নিয়ে বিকালেই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ উৎসব কুপন শুধুমাত্র দলীয় কর্মীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়। এই বিষয়টিকে ভিন্নরকম আকার দিয়ে অনুষ্ঠানটি যাতে সফল না হয় সেজন্য দলের ভেতর ও রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টি আমাদের সামনে আসাতে কুপনটি বিতরণ স্থগিত করা হয়েছে এবং তা ফেরত আনা হয়েছে। ফুলতলা বিএনপি আয়োজিত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহ্বায়ক মোল্লা মনিরুল ইসলাম, পারভেজ ভূঁইয়া, বিএনপি নেতা জামাল হোসেন ভূঁইয়া, মিতা পারভিন, ইব্রাহিম সর্দার, টিটো জমাদ্দার, মোতাহার হোসেন কিরণ, আব্দুর রউফ গাজী প্রমুখসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×