ডাচ বাংলা ব্যাংক এজেন্টের অপহৃত দুই কর্মচারী উদ্ধার, মেলেনি টাকা
উল্লাপাড়া মডেল থানা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১২:১৯
উল্লাপাড়ায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের অপহৃত কর্মচারী মেরাজ ও মামুনকে হাত-পা চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে। তবে তাদের কাছে থাকা ২৮ লাখ টাকা উদ্ধার কো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই কর্মচারীকে উল্লাপাড়া পৌরসভার কাছে সরকারি আকবর আলী কলেজের দক্ষিণ পাশের রাস্তা থেকে ২৮ লাখ টাকাসহ অপহরণ করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্ট মীর বাবু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার কর্মচারী মেরাজ ও মামুন একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রো থেকে ৫-৬ জন দুর্বৃত্ত নেমে অস্ত্রের মুখে টাকাসহ তাদের জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশেই পড়ে থাকে। এ ঘটনার পরই তিনি উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তখনই অপহৃত দুই কর্মচারীসহ টাকা উদ্ধারে মাঠে নামে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহরণকারীদের ধরার চেষ্টা করে। পরে রাত ১০টার দিকে তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে হাত-পা চোখ বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে থানায় আনা হয়। পুলিশকে তারা জানান, অপহরণকারীরা মাইক্রোবাসের মধ্যে তাদের মারধর এবং হাত-পা চোখ বেঁধে ফেলে। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে তাদের ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
নিয়ামুল হক আরও জানান, পুলিশ ছিনিয়ে নেওয়া ২৮ লাখ টাকা উদ্ধার এবং অপহরণ চক্রকে শনাক্তের চেষ্টা করছে।