খবর দিলেও আসেনি ফায়ার সার্ভিস, স্থানীয়দের ক্ষোভ
জগন্নাথপুরের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর সমকাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি বসতঘর। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাইফুল নামের এক যুবক আহত হয়েছে। তবে খবর পেয়েও আসেননি জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মুর্শেদ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। হঠাৎ করে সেটি নষ্ট হয়ে যায়। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি এনে দুর্ঘটনাস্থলে যান তারা। ততক্ষণে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী জানায়, পুঞ্জি গ্রামের আঙ্গুর মিয়ার বসতবাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে আগুন পাশের আরশ আলী, বাছিদ মিয়া, রামিম মিয়ারসহ ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘর ছয়টি পুড়ে যায়। এ সময় নগদ অর্থসহ সব আসবা পুড়ে যায়। এতে ক্ষতি হয়েছে ২০ লক্ষাধিক টাকা। এ সময় ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাননি তারা।
স্থানীয়দের অভিযোগ, আগুন চোখে পড়তেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তাদের পক্ষ থেকে কোনো সেবা দেওয়া হয়নি। পরে তারা জানায়, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ঘটনাস্থলে আসতে পারেনি। ইউএনও বরকত উল্লাহ ও থানার ওসি রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, দায়িত্বে অবহেলা ও দুর্ঘটনাস্থলে এসে সেবা না দেওয়ার অভিযোগে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের বিরুদ্ধে শুক্রবার বিকেলে চিলাউড়া গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
- বিষয় :
- আগুন