খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৭
খুলনায় সন্ত্রাসীর গুলিতে আকাশ নামে এক যুবক আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকাশ নগরীর পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির মৃত হাফিজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, আকাশ রাতে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের দুর্বৃত্তদল তাকে হত্যার উদ্দেশ্যে দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার কোমরে বিদ্ধ হয়।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন জানান, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তারা বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০১ সালে আকাশের বাবা হাফিজুল ইসলামকে ক্যাসল সালাম হোটেলের নিচে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল।