তেঁতুলিয়ায় দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ফাইল ছবি
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১১:২৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৩
শীত যেন জেঁকে বসেছে হিমালয়কন্যা তেঁতুলিয়ায়। শনিবার জেলায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ।
তিনি বলেন, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৪ ডিগ্রি এবং সকাল নয়টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ভোর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শীতকে উপেক্ষা করেই চা শ্রমিক ও পাথর শ্রমিকরা ছুটছেন কাজের উদ্দেশে। কুয়াশা নেই সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা। এই ঠান্ডায় বাইক চালানো রাতে খুবই কষ্টকর। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ।
এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা চলমান। শনিবার সকাল নয়টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল শুক্রবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।