ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আবারও শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আবারও শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ০৮:১৩

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, শনিবার রাতের শেষ ভাগ থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

ইকবাল হোসেন আরও জানান, কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন

×