ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, দিনে গরম রাতে ঠান্ডা

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, দিনে গরম রাতে ঠান্ডা

দিনে গরম আর রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১২:২৬

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে দিনে গরম আর রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। এছাড়া কুয়াশাহীন সকালে দেখা যাচ্ছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে ঝলমলে রোদ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ বলেন, সোমবার সকাল ছয়টায় ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সকাল নয়টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, সকালে শীতের মাত্রা কম থাকা দিনে গরম ও রাতে মৃদু শৈত্যপ্রবাহে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এদিকে শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দিকাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

আরও পড়ুন

×