ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ইজ‌তেমা ময়দান ছাড়‌ছেন সাদপন্থি মুস‌ল্লিরা

ইজ‌তেমা ময়দান ছাড়‌ছেন সাদপন্থি মুস‌ল্লিরা

মুসল্লিরা মালপত্র নিয়ে ময়দান ত্যাগ করছেন

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ২০:১৩

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন সাদপন্থি মু‌ল্লিারা। বুধবার বেলা সাড়ে ৩টায় সরকারি সিদ্ধান্তের পর মুসল্লিরা দলে দলে মালপত্র নিয়ে ময়দান ত্যাগ করেন।

বুধবার ভোরে ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ কান্দল‌ভি ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের পর সাদপন্থিরা ময়দানের নিয়ন্ত্রণ নেয়।

এদিকে টঙ্গী ও ঢাকার বিভিন্ন এলাকায় জুবায়েরপন্থিরা আন্দোলন শুরু করলে বিচ্ছিন্ন সংঘর্ষ, মহাসড়ক অবরোধ এবং হাসপাতালেও সহিংসতার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সরকার ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। 

ময়দান এলাকার তিন কিলোমিটারের মধ্যে একাধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে সাদপন্থিদের ময়দান খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে সাদপন্থিরা ময়দান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) উপকমিশনার এন এম নাসিরুদ্দিন ব‌লেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ময়দান সরকারের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি তিনি সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানান।

আরও পড়ুন

×