নদীজুড়ে কচুরিপানা নৌ চলাচল ব্যাহত

কুমিল্লার মেঘনা নদীতে কচুরিপানার জটলা ঠেলে চলছে যাত্রীবাহী নৌযান সমকাল
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ০০:২৩
মেঘনা উপজেলার বড়ইয়াকান্দি থেকে তুলাতুলী বাজার খেয়াঘাটে মেঘনা নদীতে যাত্রী পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই খেয়াপথে কচুরিপানা আর ঝোপঝাড়ের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
খেয়াঘাটের নৌপথে কচুরিপানার স্তূপ জমে যাওয়ায় নৌযান চালাতে অসুবিধা হচ্ছে। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ বিপাকে পড়ছেন। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না কেউ।
এই নৌপথে নিয়মিত চলাচলকারী নৌকার এক মাঝি বলেন, ‘কচুরিপানার কারণে নৌকা ঠিকভাবে চালানো যাচ্ছে না, অনেক কষ্ট করতে হয়। এক পাড় থেকে অন্য পাড়ে যেতে সময়ও বেশি লাগে। মাঝেমধ্যে নৌকায় যাত্রী তুলতে হলে কচুরিপানা সরিয়ে নিতে হয় আগে; যা জনগণের জন্য ভোগান্তি, আমাদেরও কষ্ট।’
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, খেয়াঘাটটি সচল রাখতে নৌপথ পরিষ্কার করার উদ্যোগ জরুরি। নৌপথ সচল না হলে যাত্রী পারাপারের দুর্ভোগ আরও বেড়ে যাবে।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, নদীতে কচুরিপানার জটলা বেঁধে আছে। নৌকা ঠিকমতো চলাচল করতে পারে না। যে কারণে সময়মতো স্কুল-কলেজে পৌঁছাতে পারেন না তারা। এতে তাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
এলাকার ব্যবসায়ীদের ভাষ্য, নদী পথে চলাচলে তাদেরও সমস্যা হচ্ছে। সময়মতো হাট-বাজারে যাতায়াত করতে পারেন এই নৌপথে।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসাইন সমকালকে বলেন, বড়ইয়াকান্দি-তুলাতুলী খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে আগামী মঙ্গলবার ইউএনওসহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস সমকালকে বলেন, ‘আপনার মাধ্যমে শুনলাম; যেহেতু জনগণের দুর্ভোগ। আমিও
খোঁজ নিয়ে নৌ-পুলিশকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জনগণের দুর্ভোগ নিরসনে আমরা কাজ করে যাব।’
- বিষয় :
- নদী