মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধের খোঁজে চসিক মেয়র

ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫৪
মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ সন্ধানের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার নগরের টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ শাখার সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে তার মান যদি ভাল না হয়, তাহলে আপনারা নতুন ওষুধের সন্ধান করুন। সেনাবাহিনীর কাছ থেকে ওষুধ কিনেছি। নৌবাহিনীর কাছেও ওষুধ আছে। কোন কোম্পানি যদি ভালো ওষুধের সন্ধান দিতে পারে সেগুলো আমরা সংগ্রহ করবো। এ ব্যাপারে আমরা কোন কম্প্রমাইজ করতে চাই না।
পরিচ্ছন্ন বিভাগের ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশে সিটি মেয়র বলেন, যে সব পরিচ্ছন্ন কর্মী স্প্রে করার ক্ষেত্রে গাফিলতি করছে তাদের নামগুলো আমাকে দেন। তাদেরকে শাস্তির আওতায় আনব। কেউ ফাঁকিবাজি করলে এর দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। যদি আপনারা লুকাতে চান আমরা খবর পেয়ে যাব।
সভায় চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহির কাছে মশা নিয়ন্ত্রণে নেওয়া ব্যবস্থার বিষয়ে জানতে চান। জবাবে তিনি জানান, মশার নিয়ন্ত্রণে ৯১ জনের একটি বিশেষ টিম গঠন করে অতি ঝুঁকিপূর্ণ এলাকাতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ৪১ ওয়ার্ডেই মশা নিয়ন্ত্রণের নিয়মিত কার্যক্রম চলছে।
সভায় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মারুফুল হক চৌধুরী প্রমুখ।